• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৩:১২:৫০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ ইউপি সদস্যের বিরুদ্ধে

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার  আমতলীতে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নারী ইউপি সদস্য তামান্না বেগমের বিরুদ্ধে।অভিযুক্ত নারী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪,৫ ৬ নংওয়ার্ডের সংরক্ষীত আসনের ইউপি সদস্য। প্রতিবন্ধী ঐ ব্যক্তির নাম দুলাল মিয়া। তিনি গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খেকুয়ানি গ্রামের মৃত পবন গাজীর ছেলে।২৯ অক্টোবর বুধবার বিকেলে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসানের বরাবর জিডি করেন ভুক্তভোগী দুলাল মিয়া।অভিযোগে উল্লেখ করা হয়, নারী ইউপি সদস্য তামান্না প্রতিবন্ধী দুলালের প্রায় ৩ বছরের ভাতার ২৬ হাজার ৪ শত টাকা দুলালের মোবাইল নম্বরের পরিবর্তে নিজের ভাই কামালের মোবাইল নম্বরে ভাতার টাকা উত্তোলন করেন।অভিযোগের বিষয়ে নারী ইউপি সদস্য জানান, বিষয়টি সমাধান করা হয়েছে। দুলালের প্রাপ্ত ২৬ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাওসার বলেন, বিষয়টির তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।  এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান খান বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।