• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৪:৪৫:০৫ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের গাড়িসহ আটক ২

লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করেছে পুলিশ।১৬ জুন সোমবার ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করা হয়েছে। বর্তমান তারা কালীগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছেন।কালীগঞ্জ থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, গাড়িটির মূল্য জানা নেই, তবে এটি ল্যান্ড ক্রুজার মডেলের। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাড়িটির ফিটনেসের মেয়াদ শেষ হওয়ায় মোতাহার হোসেনের পুত্রের নির্দেশে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুইজন ব্যক্তিসহ গাড়িটি জব্দ করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেছি।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে আইনি প্রক্রিয়া নেয়া হবে।