মানিকগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে প্রশিক্ষণ
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।৩০ অক্টোবর বৃহস্পতিবার মানিকগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল ।অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।প্রধান অতিথি বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে দায়িত্ববোধ, নৈতিকতা ও সত্যনিষ্ঠা অপরিহার্য। ভুল বা যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সাংবাদিকদের উচিত, তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের একটি শক্তিশালী স্তম্ভ। সাংবাদিকরা যদি দায়িত্বশীল ভূমিকা রাখেন, তাহলে জাতি উপকৃত হবে। প্রেস কাউন্সিল সবসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে।কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে সংবাদ পরিবেশনের নৈতিক দিক, তথ্য যাচাই প্রক্রিয়া এবং অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।