কেরানীগঞ্জে ছিনতাইকারীর হাতে প্রাণ গেল যুবকের
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রুবেল (২৬) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।১৩ আগস্ট বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রুবেল আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রুবেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকুরাতাইন গ্রামের আছর উদ্দিনের ছেলে। সে বর্তমানে চরাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করত।নিহতের স্ত্রী প্রিয়া জানান, গতকাল সন্ধ্যায় রুবেল আমার সাথে দেখা করে বলে গেছে এখনো জমার টাকা ওঠেনি জমার টাকা উঠলেই রিক্সা গ্যারেজে রেখে বাসায় আসব। এরপর সারারাত আর কোনো খবর নেই। সে মোবাইল ফোন ব্যবহার করে না তাই কোনো খবর না পেয়ে সারারাত দুশ্চিন্তায় ঘুমাতে পারিনি। সকালে গ্যারেজ মালিক আমাকে জানায় রুবেল এক্সিডেন্ট করেছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখি আমার স্বামীর নিথরদেহ পড়ে আছে। আমার স্বামী হত্যার বিচার চাই।কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু বলেন, ছিনতাইকারীরা মূলত অটো রিকশাটি ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের হাতে কোপ দিয়েছে। এতে তার হাতের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তবে এ সময় ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিতে পারেনি।তিনি আরও বলেন, রুবেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারা পালিয়ে যায়। আমরা আশেপাশের এলাকার সিসি ফুটেজ উদ্ধার করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।