• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ০১:০৬:২৩ (05-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রার্থীতা বাতিলের দাবিতে সাতক্ষীরার সদর ও কালিগঞ্জে বিক্ষোভ

মসিউর ফিরোজ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-২ ( সদর ও দেবহাটা) ৩ আসনের (কালিগঞ্জ ও আশাশুনি)সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আব্দুর রউফ ও কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকেরা।৩ নভেম্বর সোমবার রাতে সাতক্ষীরার ঋশিল্পী মোড়ে ও কালিগঞ্জের নলতার হাসপাতাল মোড় এলাকা থেকে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে সমর্থক নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ার দেন।এদিকে সাতক্ষীরা-দেবহাটা আসনে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতার বাইপাস মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়ন প্রত্যাশী আব্দুল আলিমের সমর্থকেরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে মঙ্গলবার বিকাল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেওয়া হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম প্রমুখ।