সুবিধাবঞ্চিত শিশুদের মেধা বিকাশে ‘স্পার্ক অফ ট্যালেন্ট’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ইগনাইট স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্পার্ক অফ ট্যালেন্ট ২০২৫’। এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদের সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরা। অনুষ্ঠানে শিশুরা বিজ্ঞানের বিভিন্ন অভিনব বিষয় নিয়ে প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আটটিরও বেশি বিভাগে তাদের দক্ষতা ও মেধা প্রদর্শন করে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর ড. শাহরুখ আদনান খান, দারাজ বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফজলে মুনিম সৈকত এবং টেকোগনাইজ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের পরিচালক ও ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, অপারেশন ডিরেক্টর ইশরাত জাহান এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক ও আউটরিচ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।আয়োজনটিতে আরও অংশ নেন আলী সরকার পাইলট গার্লস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: আব্দুর রাজ্জাক মিয়া, উত্তর ক্রিডেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুস সালাম, উত্তরা ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম, টঙ্গী ক্রিষ্টাল কলেজের প্রিন্সিপাল রিজন আহমেদ, ভাষা শহিদ কলেজের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন কলেজের শিক্ষক ও প্রতিনিধিগণ। দারাজ বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠানটিতে গিফট স্পন্সর হিসেবে সক্রিয়ভাবে যুক্ত ছিল।অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিশুদের মাঝে মেডেল, সার্টিফিকেট ও উপহার সামগ্রী বিতরণ করেন। তারা শিশুদের এই অসাধারণ সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আয়োজক পক্ষ এই মানবিক ও শিক্ষামূলক আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও উপস্থিত অতিথিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।