• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০১:৪১:৩২ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এখনও নিমজ্জিত লালমনিরহাটের নিম্নাঞ্চল, পানিবন্দি ৭ হাজার পরিবার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর থাকলেও আজ শুক্রবার (১৫ আগস্ট) তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।পানি কিছুটা কমলেও ব্যারাজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের ২০টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দি অন্তত ৭ হাজার পরিবার।অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়।পানিতে তলিয়ে আছে রোপা আমন, সবজিসহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।