• ঢাকা
  • |
  • রবিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ১২:১১:৩৩ (21-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফুডপ্যান্ডার আয়োজনে রাইডারদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক: রাইডার পার্টনারদের জন্য একটি বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্‌ম ফুডপ্যান্ডা বাংলাদেশ।এই আয়োজনের মাধ্যমে রাইডারদের মধ্যে টিম স্পিরিট ও ক্রীড়াসুলভ মনোভাব তৈরির পাশাপাশি তাদের নিয়ে গড়ে ওঠা কমিউনিটি স্পিরিটকে উদযাপন করছে প্রতিষ্ঠানটি।গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় আয়োজিত ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৫’-এ ঢাকার বিভিন্ন জোন থেকে আসা রাইডাররা অংশ নেন। দিনভর এ আয়োজনের প্রতিটি মুহূর্ত ছিল উদ্দীপনা, উত্তেজনা এবং পারস্পরিক সৌহার্দ্যে ভরপুর।২০২৩ সালে প্রথমবার আয়োজনের পর এটি ফুডপ্যান্ডার রাইডারদের জন্য আয়োজিত দ্বিতীয় ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন ক্রীড়াভিত্তিক উদ্যোগের মাধ্যমে রাইডারদের মধ্যে সম্প্রীতি ও দলগত বন্ধন আরও জোরদার করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি রাইডারদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টও আয়োজন করেছিল।টুর্নামেন্টে ঢাকার বিভিন্ন জোন প্রতিনিধিত্ব করে মোট আটটি দল। দলগুলো হলো – গুলশান ফাইটার্স, উত্তরা সুপার জায়ান্টস, মিরপুর গ্ল্যাডিয়েটরস, লালবাগ ওয়ারী কিংস, বসুন্ধরা ওয়ারিয়র্স, বেইলি রোড নাইট রাইডার্স, নারায়ণগঞ্জ বুলস এবং ধানমন্ডি ব্লাস্টার্স। নকআউট পর্ব, দুটি সেমিফাইনাল এবং উত্তেজনাপূর্ণ ফাইনালসহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতাপূর্ণ এক ফাইনালে প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৫-এর চ্যাম্পিয়ান হয় গুলশান ফাইটার্স। রানার্সআপ হয় মিরপুর গ্ল্যাডিয়েটরস।চ্যাম্পিয়ান দলকে দেওয়া হয় ৪০,০০০ টাকা নগদ পুরস্কার। রানার্সআপ দল পায় ২৫,০০০ টাকা।টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও পুরস্কার প্রদান করা হয়। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ কে ডংজিন-এর সৌজন্যে একটি ই-বাইক পুরস্কার দেয়া হয়। পাশাপাশি বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। রাইডারদের কল্যাণে গুরুত্ব দিয়ে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের সব সদস্যকে বিমাফাই-এর পক্ষ থেকে এক বছরের ইন্স্যুরেন্স প্যাকেজ প্রদান করা হয়।উদ্যোগটি সম্পর্কে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, “প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ ২০২৫ আমাদের রাইডারদের দৈনন্দিন ডেলিভারির বাইরেও তাদের অবদানকে সম্মান জানানোর একটি উদ্যোগ। খেলাধুলা ও সুস্থ প্রতিযোগিতার সুযোগ তৈরি করে আমরা তাদের মধ্যে দলগত চেতনা জোরদার করাই আমাদের উদ্দেশ্য। একইসঙ্গে একটি সহযোগিতাপূর্ণ রাইডার কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”২০২৩ সাল থেকে ফুডপ্যান্ডা বাংলাদেশ রাইডার পার্টনারদের সুস্থতা ও সম্পৃক্ততা বাড়াতে ক্রিকেট ও ফুটবলসহ একাধিক ক্রীড়া আয়োজন করে আসছে।এই টুর্নামেন্টে ডংজিন ও বিমাফাই সহযোগী হিসেবে যুক্ত ছিল। ফুড পার্টনার হিসেবে যুক্ত ছিল কাচ্চি ভাই, খাজানা মিঠাই এবং অ্যাসকট প্যালেস ঢাকা। পানীয় ও স্ন্যাকস পার্টনার হিসেবে যুক্ত ছিল প্রাণ, ব্রুভানা, হ্যানয় ফুডস এবং চিকেন বাজ।