• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১০:১৫:৫৫ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ১০:১৫:৫৫ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

উত্তরার ওসিসহ ৭ পরিদর্শক বদলি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন পরিদর্শককে বদলি করা হয়েছে।৩০ জুন রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এ বদলির তথ্য জানা যায়।বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন), লাইনওয়ারের পরিদর্শক আজিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত), লাইনওয়ারের পরিদর্শক মো. মফিজ উদ্দিনকে ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন), লাইনওয়ারের পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও শেখ ফরিদ উদ্দিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. হাফিজুর রহমানকে গুলশান থানার অফিসার ইনচার্জ এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. মাহমুদুর রহমানকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।পৃথক কার্যালয় আদেশগুলোয় বলা হয়, ডিএমপির বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে বদলি ও পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।