কালিয়াকৈরে বনভূমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।১ সেপ্টেম্বর সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।অভিযানে বনভূমি দখল করে গড়ে ওঠা বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানায়, দখলদারদের কারণে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি হুমকির মুখে ছিল। এ অভিযানে বিপুল পরিমাণ জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশির আল মামুন, সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী ও শামসুল আরেফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, চন্দা বিট কর্মকর্তা ইকবাল হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।