ফের গণরুম-গেস্টরুম চালুর শঙ্কায় শিক্ষার্থীরা: সাদ্দাম
ইবি প্রতিনিধি: ঢাবির হল কমিটি নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে। তারা বলছে, যদি আবারও হলগুলোতে রাজনীতি চালু হয় তাহলে গণরুম গেস্টরুম চালু করতে সময় লাগবে না।তিনি আরও বলেন, ছাত্ররা না চাইলে আমরা হলে কমিটি দেব না। ছাত্রদের পার্সেপশানের বাইরে তো আমরা রাজনীতি করতে পারি না। ছাত্রশিবির যেহেতু শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, তাই ছাত্ররা যেভাবে ফিল করবে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।২৮ আগস্ট বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিবির সেক্রেটারি।ছাত্রলীগের নির্যাতনের বিষয়ে তিনি বলেন, বিগত সময়ে হলরুম, গেস্ট রুম কালচারের মধ্য দিয়ে অসংখ্য শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। এমনকি আবরার ফাহাদকে হত্যাই করা হয়েছে। হলে রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল নির্মাণ করা হয়েছিল। ১৫ বছরে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসকে তাদের বা-পদাদার সম্পত্তি মনে করেছে। এমন অরাজকতা সৃষ্টি করেছে, যা পূর্ববর্তী সকল রেকর্ড অতিক্রম করেছে। তবে ৫ আগস্টের পরে সামগ্রিক পরিস্থিতির বিবেচনার কারণে ছাত্র রাজনীতি অফ করে দেয়া হয়েছে সাময়িক সময়ের জন্য।