• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:০২:১২ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ার হোছনাবাদে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।৩১ জুলাই বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হল রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর আলী সওদাগর। প্রধান বক্তা ছিলেন মাদরাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল এর অধ্যক্ষ আল্লামা মুফতি মুজিবুর রহমান আলকাদেরী।মাদ্রাসার সুপার মাওলানা হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আলম, মাওলানা ইলিয়াস আহমদ নঈমী, দাতা সদস্য মুহাম্মদ হারুন কোম্পানি, গাউসিয়া কমিটির উত্তর রাঙ্গুনিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান সওদাগর, সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, হাফেজ মামুনুর রশিদ, শাহ জালাল ইয়ামনী হজ্ব কাফেলার পরিচালক মাওলানা সালাউদ্দিন নেজামী, মাদ্রাসার সাবেক সুপার এইচ এম তারেক হোসাইন, মাওলানা আব্দুর রহিম, হোছনাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাসুদ পারভেজ। আলোচনা ণেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।