রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলা বন্ধে অভিযান, সরিয়ে নিলো সরঞ্জামাদি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু তোলা বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।১৭ জুলাই বৃহস্পতিবার সকালে পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান এর নির্দেশনায় অভিযানে একাধিক বালু তোলার সরঞ্জামাদি সরিয়ে নেয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন পদুয়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এন্তেজার উদ্দিন,ভূমি উপ সহকারী কর্মকর্তা নাঈম মাহমুদ, অফিস সহায়ক আব্দুল জব্বার।অভিযান নারিচ্ছা দুইটি পয়েন্ট এবং রাজারহাট ও পদুয়ার একটি করে মোট তিনটি পয়েন্টে পরিচালিত হয়।অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে বালু তোলার সরঞ্জামাদি জব্দ করে সরিয়ে নেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে বালু উত্তোলন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।