বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে অবরোধ
বাগেরহাট প্রতিনিধি: বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটের সর্বস্তরের মানুষ চারটি সংসদীয় আসনকে তিনটি আসনে রূপান্তরের প্রস্তাবের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন।২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি ও নওপাড়া এলাকায় এই কর্মসূচি পালিত হচ্ছে।অবরোধ চলাকালে মংলা-খুলনা মহাসড়ক, খুলনা-ঢাকা মহাসড়ক ও খুলনা-বাগেরহাট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ট্রাক, মালবাহী গাড়ি ও স্থানীয় যানবাহন কয়েক ঘণ্টা আটকে পড়ে এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।অবরোধ কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি সমন্বয়ক এম এ সালাম, জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, জিলাপি যেন পির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুন নাছির আলাপ প্রমুখ।কর্মসূচিস্থলে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাট একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা। এখানে একটি আসন কমানো হলে জেলার মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং জাতীয় সংসদে বাগেরহাটবাসীর স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হবে না।