জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে বিজয় মিছিল ও আলোচনা সভা
মানিকগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপি ও খেলাফতে মজলিস।আজ ৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরে আনন্দ মিছিল বের করে জেলা খেলাফতে মজলিশ। এসময় জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।পরে, বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুনরায় কার্যালয়ে ফিরে আসে। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বক্তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।