• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৭:২৬ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

১ টাকায় গরুর মাংস বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল। এবার ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করেছেন।৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ মাংস বিতরণ করেছেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে গরুর মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।রায়হান জামিল বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।এদিকে তার এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই জানান, রাজনৈতিক নেতা হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় এবং মানবিক।