গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পিস্তল. ম্যাগজিন ও গুলিসহ গোলাম মোস্তফা ডাকু (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।আজ ১ সেপ্টেম্বর সোমবার ভোরে পৌরসভার চৌগাছা (ভিটা পাড়া) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ডাকু চৌগাছা (ভিটা পাড়া) মৃত আজিজুল হক খোকনের ছেলে।র্যাব গাংনী মেহেরপুরের কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এবং গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।