ঘরে নববধূ, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুরে বিয়ের মেহেদির রং মোছার আগেই রাজু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের শ্যামপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।মৃত রাজু শ্যামপুর গ্রামের রহুল আমিনের ছেলে। তিনি শ্যামপুর বাজারে চায়ের দোকানদার ছিলেন।পুলিশ ও পরিবারের সূত্র জানায়, মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেন রাজু। তার হাতের মেহেদির রং এখনো তাজা। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় দোকান খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।