• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:৩৬:২৭ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ২’শতাধিক রোগী

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে সামাজিক সংগঠন টিম শংকরপুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।১৬ আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার শংকরপুর মাদ্রাসা মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।ক্যাম্পে সার্বিক সহায়তা করেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোগী দেখেন, ডাঃ মঈনুল ইসলাম ও রিয়াদ মির্জা।সংগঠনের নেতারা জানান, টিম শংকরপুর একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। সব সময় তারা গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। অসুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখছেন সংগঠনের সদস্যরা।ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির, সদস্য সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, মো. ফয়েজ সদ্দার, কাজী মোতালেব, মো. সাগর পাটোয়ারী, মারুফ, সাকিব সর্দার, কাজী অন্তর, কাজী মেহেদী, মো. আনিছ ভুইয়া, আনোয়ার হোসেন ভুঁইয়া, মো. আল মামুন (পিলু) , কাজী তহিদুর রহমান পানির, মো. আব্দুল আজিজ, কাজী সাইফুল ইসলাম, ফারুক সর্দার, কাজী বাহার, কাজী তুসার, মো. ফরিদ সদ্দার, কাজী নাজির হোসেন (টিটু), মো. জাহিরুল ইসলাম ভুঁইয়া প্রমূখ।