তৃতীয় দিনে বেরোবি শিক্ষার্থীদের অনশন, হাসপাতালে ৪
বেরোবি প্রতিনিধি: রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনে গড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এরমধ্যে চারজনকে নেয়া হয়েছে হাসপাতালে।অসুস্থ হয়ে পড়া অন্যদের স্যালাইন দেয়া হচ্ছে। ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ না আসায় ক্ষুব্ধ অনশনকারীরা। আন্দোলনরতরা বলছেন, যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন।সোমবার গভীর রাতে অনশনে থাকা শিক্ষার্থীদের খোঁজ খবর নেন উপাচার্য ড. এম শওকাত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।কর্তৃপক্ষ জানায়, ইউজিসির সাথে কথা বলেই ১০ কার্যদিবসের মধ্যেই দাবি মেনে নেয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হলেও অনশন ভাঙছেন না শিক্ষার্থীরা।এর আগে, রোববার সকাল ১১টা থেকে প্রশাসনিক ভবনের উত্তর গেইটে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।