• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৩২:০৫ (05-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

হাসপাতালের বিছানায় শুয়েই নববধূর সিঁথিতে সিঁদুর পরালেন মানিকগঞ্জের যুবক আনন্দ সাহা

মানিকগঞ্জ প্রতিনিধি: বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি এক দম্পতির জীবনের বিশেষ দিন। মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শয্যাশায়ী আনন্দ সাহা নামে এক যুবক। তবে নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন করতে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করেন বিয়ের অনুষ্ঠান।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জ শহরের বসুন্ধরা গ্রুপের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্পন্ন হয় এ অনন্য বিয়ে।মানিকগঞ্জ শহরের চাঁন মিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ আগে থেকেই ঠিক ছিল। কিন্তু নির্ধারিত দিনটির আগেই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে দুর্ঘটনায় মারাত্মক আহত হন বর। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অসুবিধা সত্ত্বেও দুই পরিবারের সম্মতি ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে বিশেষ কক্ষে সম্পন্ন হয় এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন।হাসপাতালের এক ফাঁকা অংশে আয়োজন করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে ও বর পরস্পরের প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেন এ বিশেষ মুহূর্তে।বরের বাবা অরবিন্দ সাহা জানান, আমরা ভাবতেই পারিনি হাসপাতালে এমন আনন্দ হবে। যেহেতু আগে থেকেই বিয়ের দিনক্ষণ ঠিকঠাক ছিলো এজন্য তারিখ পরিবর্তন না করে নির্ধারিত তারিখেই বিয়ের আয়োজন সেরে নিলাম।  হাসপাতালের মেডিকেল এন্ড ইউনিট প্রধান ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘আনন্দ সাহা আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় দুই হাত ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন। তার পরিবার বিয়ের লগ্নের কথা আমাদের জানালে আমরা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করি। অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হলে হাসপাতালের অব্যহৃত একটি অংশে অনুষ্ঠান সম্পন্ন করার ব্যবস্থা করি। রোগীদের সেবার পাশাপাশি মানবিক বিষয়েও আমরা আন্তরিক।’এই অনন্য ঘটনায় হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী, স্বজন ও দর্শনার্থীরা বিস্মিত হওয়ার পাশাপাশি আবেগাপ্লুতও হন।