বামনায় ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বামনা (বরগুনা) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদউত্তীর্ণ বিস্কুট এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের চার প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা এ অভিযান পরিচালনা করে।জানা গেছে, উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় তদারকি অভিযানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারাসহ বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০২২ সালের মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখায় একটি ফাস্টফুডের দোকানকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য একটি হোটেলকে ৩ হাজার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে বামনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।