• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০১:২৩:০৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভারতে সাজা ভোগ শেষে নারীসহ ১৭ বাংলাদেশি দেশে ফিরলেন

সিলেট প্রতিনিধি: ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে নারীসহ ১৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।১৭ ডিসেম্বর বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।এ সময় ইমিগ্রেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং উভয় দেশের ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক ২০২৪ সালের নভেম্বরে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের আটক করে ভারতীয় পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করে। আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।ফেরত আসা ব্যক্তিরা হলেন— মো. পায়েল আহমদ (২৪), মো. দুলাল হোসেন (২২), মো. অনিক (২৫), মো. সালমান আহমেদ (২৬), সুলাইমান হোসেন (৩০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মোরসালিন (২৫), মিথুন গোয়ালা (২৬), মো. সুজন (২৭), অংকন ব্যানার্জি (৩৫), মো. সিরাজুল ইসলাম (২৭), ওমর ফারুক (২৮), মো. মাজিদ (২৭), ইমান আলী (৩০), মো. রাসেল মিয়া (২৫), রুপা বেগম (২৫) এবং জুমা আক্তার (৩০)।তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে সাজা ভোগ করা এই ১৭ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা দুই দেশের সীমান্ত ও ইমিগ্রেশন ব্যবস্থাপনার সুষ্ঠু সমন্বয় ও দায়িত্বশীলতার ফল। তারা সবাই আদালতের রায় অনুযায়ী নির্ধারিত মেয়াদে কারাদণ্ড ভোগ করেছেন।তিনি আরও বলেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিরাপদভাবে দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।