• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৭:৩০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের ফলে কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় এলগেও মারাকোয়েত প্রদেশের চেসোঙ্গোচ জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন।শুক্রবার গভীর রাতে রিফ্ট ভ্যালি অঞ্চলের পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৩০ জনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী এলডোরেট শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভূমিধসে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রবল বৃষ্টি ও ভাঙা সড়কের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।স্থানীয় বাসিন্দা স্টিফেন কিটোনি সিটিজেন টেলিভিশনকে জানান, রাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে সক্ষম হন।চেসোঙ্গোচ এলাকায় ভূমিধস নতুন কোনো ঘটনা নয়। ২০১০ ও ২০১২ সালের বর্ষাকালেও সেখানে প্রাণঘাতী ভূমিধস হয়েছিল। এছাড়া ২০২০ সালে ওই অঞ্চলে ভয়াবহ বন্যায় একটি শপিং সেন্টার ভেসে গিয়েছিল। সূত্র: সিএনএন।