সাটুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ছানা উৎপাদন এবং বোতলজাত ঘি-তে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।১২ আগস্ট মঙ্গলবার উপজেলার দড়গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।অভিযানে অবৈধ ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় ছানা তৈরির দায়ে জীবন দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বোতলজাত ঘি-তে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় অসীম ঘোষ ও প্রাণ গোপাল ডেইরি ফুডকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আনসার ব্যাটালিয়ন, মানিকগঞ্জ ও সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন।