• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:৪৩ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জন্ম নিবন্ধন সনদ তৈরির আরেক নাম ভোগান্তি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : হোল্ডিং ট্যাক্সের কপি না থাকা নতুন জন্ম নিবন্ধন করতে ভোগান্তিতে পোহাতে হচ্ছে অস্থায়ী বাসিন্দাদের নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরির আরেক নাম ভোগান্তি। সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে হচ্ছে মা-বাবাকে। এর মধ্যে জন্ম সনদ নিয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অস্থায়ী বাসিন্দাদের।বাবা-মায়ের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র অন্য জেলায় থাকায় শিশুর জন্ম নিবন্ধন তৈরিতে বাঁধার মুখে পড়ছেন অনেকে। এদিকে স্কুলে ভর্তির সময় শিশুর বয়স প্রমাণের জন্য জন্মসনদ চাওয়া হয়। বিভিন্ন জটিলতা থাকায় সময় মতো জন্মনিবন্ধন পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে অভিভাবকদের। শিশুর জন্মনিবন্ধন সনদ তুলতে গিয়ে দেখা যায় তাতে বাবা-মায়ের নাম ভুল রয়েছে। বাবার নামে হয়তো মো. আছে, কিন্তু শিশুর জন্মনিবন্ধনে মো. নেই। মায়ের নামে আক্তার থাকলেও শিশুর জন্মনিবন্ধনে মায়ের নামের ঘরে বেগম লিপিবদ্ধ হয়েছে। অনেক ক্ষেত্রে পিতামাতার জন্মনিবন্ধনের সঙ্গে নামের মিল নেই জাতীয় পরিচয়পত্রের। এক্ষেত্রে শিশুর জন্মনিবন্ধন করতে প্রথম ধাপে সংশোধন করতে হচ্ছে পিতামাতার নাম। ভোগান্তিটা এখান থেকেই শুরু হয়। অন্যদিকে শিশুর পিতা প্রবাসে থাকায় পাসপোর্টের নামের সঙ্গে অনেকের মিলছে না জন্মনিবন্ধনের নাম। এতে অভিভাবকদের আরেক ধাপ ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশে ফিরে নতুন করে পাসপোর্ট করাতে গেলে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে ত্রিমুখী ভুল থাকায় ভোগান্তি আরও বাড়ছে।এছাড়াও বর্তমানে নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরির আরেক ধাপ ভোগান্তি হচ্ছে হোল্ডিং ট্যাক্সের কপি। বাবা-মায়ের অনলাইন নিবন্ধন জন্ম সনদ থাকার পরও তার সাথে নেওয়া হচ্ছে বাড়ির হোল্ডিং ট্যাক্সের কপি। এদিকে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না থাকায় অনেকে করাতে পাচ্ছে না নতুন জন্ম সনদ। এছাড়া যারা অস্থায়ী বাসিন্দা বা ভাড়াটিয়া তাদের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের কপি দেওয়া আরেক ভোগান্তি। অনেকের বাড়ির হোল্ডিং ট্যাক্সের হাজার হাজার টাকা জমা থাকায় ভাড়াটিয়ার কাছে দিচ্ছে না ট্যাক্সের কপি। ট্যাক্সের কপি না থাকায় প্রতিদিনই ইউনিয়ন পরিষদ ও নগর ভবনে ভিড় জমাচ্ছে অনেকে।এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ছেলের জন্ম নিববন্ধন করতে আসা একজন অভিভাবক জানান, আমার ছেলেকে এবার স্কুলে ভর্তি করাবো। তাই জন্ম নিবন্ধন করাতে আসছি। বাহির থেকে অনলাইনে সব কিছু আবেদন করে নিয়ে এসেছি। তার সাথে হোল্ডিং ট্যাক্সের কপি ও নিয়ে এসেছি। কিন্তু ট্যাক্স পরিশোধ না থাকায় একটু সমস্যা হচ্ছে। ওয়ার্ডে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ট্যাক্স কিছু পরিশোধ করতে হবে তাহলেই জন্ম নিববন্ধনের সনদ পেয়ে যাবেন।দেওভোগ এলাকার একজন ভাড়াটিয়া জানান, বাচ্চার জন্ম নিবন্ধন করতে এসেছি। কিন্তু হোল্ডিং ট্যাক্সের কপি না থাকায় জমা দিতে পাচ্ছি না। বাড়ির মালিকের কাছে হোল্ডিং ট্যাক্সের কপি চেয়েছি, তারা বলছে একটু সমস্যা আছে এখন দেওয়া যাবে না। এখন যদি এখানে জন্ম নিববন্ধন করতে না পারি তাহলে গ্রামের বাড়ি থেকে করাতে হবে।এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সূত্র থেকে জানা যায়, সরকারি নীতিমালা অনুসারে ৪৫ দিনের ভেতরে শিশুর নতুন জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে কোনো ফি জমা দিতে হবে না। ৪৫ দিনের পর থেকে শিশুর ৫ বছর বয়স পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে ২৫ টাকা ফি এবং ৫ বছর পর জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে আবেদনকারীকে প্রতিটি জন্ম নিবন্ধনের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে। এ টাকা স্থানীয় সরকার বিভাগ অথবা নিবন্ধকের কার্যালয় গ্রহণ করবে। জন্ম নিববন্ধন ক্ষেত্রে বাবা-মায়ের অনলাইন কপি, টিকা কার্ড ও যেই ঠিকানায় করাবে তার হোল্ডিং ট্যাক্সের কপি লাগবে। যারা বাড়ির মালিক তাদের ক্ষেত্রে কিছু ট্যাক্স পরিশোধ করতে হবে এবং যারা ভাড়াটিয়া আছে তাদের ক্ষেত্রে বাবা-মায়ের কপি যাচাই-বাছাই করে জন্ম নিবন্ধন দেওয়া হবে। ভাড়াটিয়াদের ট্যাক্সের কপি না থাকলে সেই বাড়ির বিদ্যুৎ বিলের কপি থাকলেও আমরা অনেকেরে দেই।