• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৬:৪৭ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কুষ্টিয়ায় ভোট কারচুপির অভিযোগ, কাফনের কাপড় পরে দলীয় কার্যালয় ঘেরাও

হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া: কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে কারচুপির নির্বাচন বাতিল এবং জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি’র  কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।১ জুলাই সকাল সাড়ে ১১ টায় শহরের স্টেশন রোডে জেলা বিএনপির প্রধান কার্যালয় ঘেরাও করে ৩ ঘণ্টা যাবত এ কর্মসূচি পালন করে তারা। এসময় কাফনের কাপড় পড়ে ও বিভিন্ন স্লোগান সম্মিলিত প্লাকার্ড হাতে শতশত নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নেয়।এসময় নেতাকর্মীরা, পৌর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে কারচুপির নির্বাচন বাতিলসহ জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবি জানান। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ্য, গত ২৭ জুন পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ আনে পরাজিত প্রার্থীরা। এর পর থেকেই শহর জুড়ে সৃষ্টি হয় উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় প্রকাশ্য বিভেদ।