• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ০৯:৫২:৫৫ (24-Jan-2026)
  • - ৩৩° সে:
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’

আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার-যিনি বাংলাদেশের ‘পাখি’ নামেই বেশি পরিচিত-আবারও নতুন জীবনের পথে পা রাখলেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পান তিনি।২৪ জানুয়ারি শনিবার সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মধুমিতা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসি শাড়ি, সোনার গয়না, হাতে আলতা ও কপালে লাল টিপে বাঙালি ঐতিহ্যবাহী সাজে উপস্থিত হন মধুমিতা। বর দেবমাল্য চক্রবর্তীকেও দেখা যায় লাল পাঞ্জাবি ও টোপর পরা বাঙালি বর হিসেবে।ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও টলিপাড়ার কয়েকজন সহকর্মীর উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সব নিয়ম মেনেই সাতপাকে বাঁধা পড়েন তারা।দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এই জুটি। গত বছরের মার্চে মধুমিতা জানিয়েছিলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতে বিয়ের পরিকল্পনার কথা। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়িত হলো।এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।নতুন জীবনের শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মী ও ভক্তরা।