• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৪:২৯:০৮ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে আযান দিয়ে নতুন মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।২৪ আগস্ট রোববার শহরের কাজীহাট এলাকায় এশার নামাজের আযানের মধ্যদিয়ে ওই মসজিদ উদ্বোধন করা হয়।মসজিদের নামকরণ রাখা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)। পরে আলোচনা সভার আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কোলার, দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ এররশাদ আহমদ আল বুখারী। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ারুল হাসান, ড. সৈয়দ এরশাদ আহমদ আল বুখারিসহ স্থানীয় ব্যবসায়ী ও সমাজ পতিরা। এছাড়া উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জুবায়ের, হাজী মোহাম্মদ তাসলিম, হাজী মোহাম্মদ ইকরাম, হাজী মোহাম্মদ ইউসুফ, হাজী আব্দুল করিম (শাহীন), হাজী ইমরান আত্তারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আনিস, হাজী মোহাম্মদ পারভেজ, সাবেক কাউন্সিলর তারিক আজিজ প্রমুখ।শেষে মুসলিম জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য দোয়া করা হয়।