নিরাপত্তা চাইছে লালমনিরহাটে মবের শিকার সেই নরসুন্দর পরিবার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ধর্মীয় কটূক্তির অভিযোগ তুলে মব তৈরি করে বাবা-ছেলেকে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা সেই নরসুন্দর পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। ২৫ জুন বুধবার তদন্তে এসে নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন।এর আগে ২২ জুন রোববার লালমনিরহাট শহরের গোশালা বাজারের হানিফ পাগলার মোড়ের নিজেদের দোকানের সামনে মব শিকার হন নরসুন্দর বাবা পরেশ চন্দ্র শীল ও ছেলে বিষ্ণু চন্দ্র শীল। পরদিন তাদের বিরুদ্ধে ধর্মীয় কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করতে বুধবার সরেজমিনে আসেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন। এসময় ঘটনাস্থল, তৌহিদি মুসলিম জনতার নেতা, গ্রেফতার নরসুন্দর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। নরসুন্দর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নরসুন্দর বিষ্ণুর স্ত্রী দীপ্তি রানী। পুলিশের এ কর্মকর্তার কাছে তিনি পরিবার ও গ্রেফতার বাবা-ছেলের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানান।ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তৌহিদী মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ তাদের পরিবারকে নিরাপত্তা দেয়ার কথা বলেছেন।