• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে পৌষ ১৪৩২ ভোর ০৪:১১:১৬ (13-Jan-2026)
  • - ৩৩° সে:
কাউনিয়ায় মাদকসহ একজন গ্ৰেফতার

কাউনিয়ায় মাদকসহ একজন গ্ৰেফতার

কাউনিয়া (রংপুর ) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় র‌্যাবের অভিযানে বাঁশের ঢালির (ঝুড়ি) থেকে প্রায় সোয়া তিন লাখ টাকা মূল্যের ১৬ কেজি চারশত গ্ৰাম গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী স্বাধীন মন্ডল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।১২ জানুয়ারি সোমবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ। গ্রেফতার স্বাধীন মন্ডল, বগুড়া সদরের ছোট কুমিরিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।তিনি জানান, এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ রংপুরের আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি রেলগেট এলাকায় আরকে মহাসড়কে পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. স্বাধীন মন্ডলকে আটক করে।এসময় তার কাছে থাকা আটটি বাঁশের ঢালির (ঝুড়ি) থেকে নেশা জাতীয় দ্রব্য ১৬ কেজি চারশত গ্ৰাম গাঁজা উদ্ধার করে। পরে মাদক সহ আটক স্বাধীন মন্ডলকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাবের আভিযানিক টিম।কাউনিয়া থানার কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় তিন লাখ ২৮ হাজার টাকা। এ ব্যাপারে মামলা রুজু হয়েছে। আটক স্বাধীন মন্ডলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে রংপুর কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।