• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ ভোর ০৪:১০:৪২ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড‎‎‎‎

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৪০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।‎‎ ১২ আগস্ট মঙ্গলবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।‎‎সাজাপ্রাপ্ত আসামি খায়রুজ্জামান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত তছলিম উদ্দীনের ছেলে।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই লালমনিরহাট জেলা পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হন। মামলার রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।‎‎