• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:০৭:০৬ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:০৭:০৬ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণশিক্ষা প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বাইট্টাপাড়া নিজ কার্যালয়ে, বগাচতর ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মাওলানা জুবাইদুল হাছানের সঞ্চালনায় এবং উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মোজ্জামেল হকের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ইফার নবাগত ফিল্ড সুপারভাইজার, খালেদ মোহাম্মদ শামসুল ইসলাম।  এছাড়াও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার প্রবীণ ফিল্ড সুপারভাইজার আলী আহছান ভুঁইয়া, মডেল কেয়ারটেকার মাওলানা খায়রুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার নাছির উদ্দীন, সাধারণ কেয়ারটেকার কামরুল ইসলাম, ইফা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আব্দুল মতিনসহ শিক্ষক শিক্ষিকাগণ।বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুরা ছোট থেকে নীতি নৈতিকতা শিক্ষা অর্জন করে। কোমলমতি শিশুদের নিজের সন্তানের মত করে ইসলামিক জ্ঞান চর্চায় এগিয়ে নিতে হবে। আর এই জন্য সকলকে মানসম্মত ভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।