শীঘ্রই আসছে কামরুল হাসান সোহাগের ‘বলবো কাকে দুটো মনের কথা’
নিজস্ব প্রতিবেদক: ভাদ্র মাসের তীব্র গরম আর রোদ বৃষ্টির খেলায় মেতে আছে প্রকৃতি। এ সকল কিছুকে উপেক্ষা করে চলছে মানুষের নাগরিক আর্তনাদ। বলবো কাকে দুটো মনের কথা।LSB TV এর প্রযোজনায় বিআরএস কথার চিত্রের তত্ত্বাবধানে কবি গীতিকার কামরুল হাসান সোহাগের কথায়, শামীম মাহমুদের সুর ও সঙ্গীতায়োজনে স্বর্গের কন্ঠে গান "বলবো কাকে দুটো মনের কথা" এই শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম শুটিং শেষ হয়েছে।এই মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু, নবাগত মডেল অভিনেত্রী, নাজনীন, সাথী ও লুৎফরসহ আরো অনেকেই।গানের প্রসঙ্গে সরল কবি গীতিকার, কামরুল হাসান সোহাগ বলেন, গল্প, গান, উপন্যাস, লেখতে আমার ভালো লাগে, অট্টালিকার এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়। একটা সময় সব কিছুই বিলিন হয়ে যায়। আর মানুষকে বাঁচিয়ে রাখে তার যোগ্য কর্ম। আমিও হয়তো একদিন চলে যাবো নাফেরার দেশে। তবে রেখে যেতে চাই মানুষের হৃদয়ে।গান প্রসঙ্গে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ বলেন, কবি কামরুল হাসান সোহাগ সাহেবের লেখা গান "বলবো কাকে দুটো মনের কথা" গানটি শুনে আমার ভালো লাগেছে। মনে হয়েছে বহুদিন পর একটা ভালো মানের গান শুনলাম, তাই চেষ্টা করেছি গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সময়ের গতানুগতিক ধারার একটা প্রেমের গল্প দৃশ্যায়ন করে দর্শকদের মনে একটু যায়গা করে নিতে।এদিকে নবাগত চিত্রনায়ক হাবিবুর রহমান বাবু পেশায় একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি অভিনয়েও রাখছেন সফলতার স্বাক্ষর। তার অভিনীত বাংলা ছায়াছবি "স্বপ্ন দেখে মন" মুক্তির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেতার। এই গানের গল্প নিয়ে হাবিবুর রহমান বাবু বলেন, আসলে গানটি শুনে আমার খুবই ভালো লেগেছে, গানের কথা গুলোর মধ্যে রয়েছে গভীরতা। গানটির লেখক একজন গুণী মানুষ। ভালোলাগা থেকেই এই গানের চিত্রায়নে নিজেকে সংযুক্ত করা। আশা করি দর্শকদের ভালো লাগবে।