• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫৮:৪৯ (02-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাট কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীন হাসান (১৯) নামে  মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।২৯আগস্ট শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়া মোড়ে লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীন হাসান কাকিনা ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক ঘটনা স্থানে পৌছেলে কাকিনা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো তানভীর হাসান এসময় ড্রাম ট্রাকটি মোড় নিচ্ছিলেন ঠিক ঔ সময়ে মোটরসাইকেল চালক তানভীর হাসানও মোড় নেন। এ সময় ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী দুর্ঘটনা সততা নিশ্চিত করেছেন।