• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:১০:২০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

নাটোর প্রতিনিধি: ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) দিলীপ কুমার সরকার। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে তিনি অবসরে গেছেন তিনি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।২ নভেম্বর রোববার দুপুরে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনায় শিক্ষার্থীরা ফুল দিয়ে শিক্ষককে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোমুগ্ধকরভাবে ফুলে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন তিনি। তখন সহকর্মী, বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা অশ্রুসজল নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান।বিদ্যালয় সূত্রে জানা যায়, দিলীপ কুমার সরকার ১৯৯৮ সালের ২ মে বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক (টেকনিক্যাল) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীসহ সকলের কাছে সম্মানিত হয়ে উঠেছিলেন।স্থানীয় শিক্ষাঙ্গনে তার এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান প্রশংসিত হয়েছে।