• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ০৯:০৭:৫১ (01-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে রাস্তার কাজের ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্রীপুরে রাস্তার কাজের ব্যাপক অনিয়মে জনমনে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া ও বড়চালা সংযোগ সড়কে ইটের সোলিং নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের শুরুতেই তিনশত ফিট রাস্তায় অত্যন্ত নিম্নমানের এবং ‘অর্ধ-পোড়া’ (২ নম্বর) ইট ব্যবহারের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।​সরেজমিনে ৪নং ওয়ার্ডের দক্ষিণ ধনুয়া ও বড়চালা রোড এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ১২ হাজার ইট দিয়ে রাস্তার সোলিংয়ের কাজ চলছে। তবে রাস্তায় যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশই অপরিপক্ব এবং মানের দিক থেকে অত্যন্ত নিম্নমানের। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রভাবশালী একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছে।​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, রাস্তাটি টেকসই হওয়ার জন্য ভালো মানের ইটের প্রয়োজন থাকলেও এখানে ব্যবহার করা হচ্ছে পোড়ামাটির মতো নরম ইট। তারা প্রতিবাদ করার চেষ্টা করলেও প্রভাবশালী মহলের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাদের দাবি, এভাবে রাস্তা নির্মাণ করা হলে কয়েক মাসের মধ্যেই ইটগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।​এলাকাবাসী অবিলম্বে এই অনিয়ম বন্ধ করে নিম্নমানের ইটগুলো সরিয়ে নতুন এবং উন্নত মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।