স্বপ্নধরার প্লট ফার্মিং পেল কোরিয়ার ম্যাড স্টারসের গ্র্যান্ড প্রিক্স
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন ইতিহাস গড়লো স্বপ্নধরা আবাসন প্রকল্প। স্বপ্নধরার প্লট ফার্মিং ক্যাম্পেইনটি দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ ম্যাড স্টারস এওয়ার্ডস ২০২৫ গ্র্যান্ড প্রিক্স পেয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ম্যাড স্টার প্রতিযোগিতায় ৬৩টি দেশ থেকে জমা পড়েছিল ২০ হাজারেরও বেশি কাজ। প্লট ফার্মিং ক্যাম্পেইনটি এসডিজি (সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস) : সাসটেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটেগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড বিজয়ী হয়।প্লট ফার্মিং প্রকল্পে অব্যবহৃত হাউজিং প্লটকে রূপান্তর করা হয়েছে আবাদি জমিতে। এই উদ্যোগের ফলে ভূমিহীন কৃষকরা পেয়েছে চাষ করার সুযোগ, হচ্ছেন লাভবান, জমির মালিকরা পেয়েছেন বাড়তি আয়, আর শহরবাসী পেয়েছে নিজের আশেপাশের জমিতেই উৎপাদিত তাজা শাকসবজি। শতাব্দী প্রাচীন বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে এই প্রজেক্ট।অব্যবহৃত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে স্বপ্নধরা প্রমাণ করেছে, শহরায়ন ও কৃষি একসঙ্গে আগাতে পারে। প্রকল্পটির আইডিয়া ও বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ। এই সম্মাননা শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্যও এক বড় অর্জন।