• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:৩২:৪২ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

নিজস্ব প্রতিবেদক: রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।২ নভেম্বর রোববার দিলকুশাস্থ প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।সভায় ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ প্রদান করা হয়।সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এসএমটি চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদসহ ব্যাংকের মহাব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।