• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩২ ভোর ০৫:১৭:৪৮ (03-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

গ্রিন সিগন্যাল নয়, ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ দিয়েছেন তারেক রহমান: ছালাহ উদ্দিন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব ছালাহ উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো গ্রিন সিগন্যাল দেননি; বরং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।১ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার নানুপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।ছালাহ উদ্দিন বলেন, ‘স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে অসংখ্যবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি আমি। ফটিকছড়ি থেকে যারা মনোনয়ন প্রত্যাশা করছেন, তারা সবাই আমার হাতে গড়া কর্মী।’তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ফটিকছড়ি থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পাব, এ আশাবাদ ব্যক্ত করছি।’অনুষ্ঠানে নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়েজ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য আজিজ উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ এম নাসির, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নুরু উদ্দিন নুরু, ফটিকছড়ি পৌর বিএনপি’র সদস্য কে এম আজম, এডভোকেট সাইফুদ্দীন সোহেল, সমশু মেম্বার, সৈয়দুল হক, মোহাম্মদ আলী, আজম মুন্সী, জাহাঙ্গীর, হাসান চৌধুরী, মোহাম্মদ হোসেন, সাইফ সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।