• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৮:০৪:৩৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৮:০৪:৩৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান-তেলের লরির মাঝে চাপা পড়ে শিশু নিহত

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যান ও তেলের লরির মাঝে চাপা পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর নাম আরাফাত (১২)। সে মাদারীপুর জেলার শিবচর থানার দ্বিতা খণ্ড গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। নারায়ণগঞ্জের আদমজী এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকত এবং স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।আরাফাতের বাবা শাহজাহান মিয়া জানান, সিদ্ধিরগঞ্জ থেকে একটি বাসে করে তারা বাবা-ছেলে চিটাগাং রোড এলাকায় নামেন। এসময় আরাফাতের হাত ধরেই ছিলেন তিনি। কিন্তু হঠাৎই আরাফাত তার হাত ছেড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ও তেলের লরির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয়।আহত অবস্থায় আরাফাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পেরে ইন্সপেক্টর (ইনচার্জ) ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।