• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ১২:৫০:২৮ (12-Jan-2026)
  • - ৩৩° সে:
চাঁদা না দেয়ায় নারী পিঠা বিক্রেতাকে নির্যাতন

চাঁদা না দেয়ায় নারী পিঠা বিক্রেতাকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: ‎‎রাজধানীর দক্ষিণখানে চাঁদা না দেওয়ায় এক নারী পিঠা বিক্রেতার দোকান ভাঙচুর ও গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম জোবায়ের হোসেন ওরফে তাইজুদ্দিন (৩৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ভুক্তভোগী নারী প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, চালাবন মাটির মসজিদের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে তেলের পিঠা, চিতই পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন মোছা. সাবিনা ইয়াসমিন (৩৫)। স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত তাইজুদ্দিন প্রতি মাসে তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে অভিযুক্তরা সাবিনার পিঠার দোকানে হামলা চালায়।‎ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, কথাকাটাকাটির একপর্যায়ে তাইজুদ্দিন তার পিঠার চুলায় লাথি মেরে কড়াই ফেলে দেন। এতে কড়াইয়ের ফুটন্ত তেল তার শরীরের বিভিন্ন স্থানে ছিটকে পড়ে দগ্ধ হয়। একই সঙ্গে তলপেটে লাথি মেরে গুরুতর জখম করা হয়। এ সময় সঙ্গে থাকা অপর অভিযুক্ত সিরাজ (৪৫) ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসে।‎‎সাবিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেন।‎‎ঘটনার পর অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।‎‎এ বিষয়ে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ  বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।