• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৭:৩১ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৭:৩১ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা: উদ্দেশ্য প্রণোদিত হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালী এলাকায় শ্রমিক দল নেতা ও সাবেক ছাত্রনেতা শেখ আহমদ আলী রানার বিরুদ্ধে এক অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে মিথ্যা মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ উঠেছে।রানা ও তার ঘনিষ্ঠ মহলের দাবি, এটি একটি দীর্ঘদিনের ব্যক্তিগত শত্রুতার ফল এবং মামলার মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় ও হয়রানি করতেই এই অপতৎপরতা চালানো হয়েছে। মামলায় ঘটনাস্থল ও সময়ের তথ্য উপস্থাপন করা হলেও রানার নাম জোরপূর্বক জড়ানো হয়েছে। তিনি হচ্ছেন শ্রমিক দলের নেতা অথচ মামলায় তাকে যুবলীগ সদস্য বানানো হয়েছে।রানা বলেন, এটি একটি চক্রান্ত। আমার রাজনৈতিক পরিচিতিকে ব্যবহার করে আমাকে সামাজিকভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে। আমি ইতোমধ্যে আইনি পরামর্শ নিয়েছি এবং মানহানির পাল্টা মামলা দায়ের করব।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে একে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন- এই ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে একজন ত্যাগী নেতাকে ফাঁসানোর চেষ্টা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে আওয়ামী লীগের সহযোগী কুচক্রী মহলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।