• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৫৫:২৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৯:৫৫:২৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

ডেমরায় শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় মো. মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।২৩জুন সোমবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে ডেমরা থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। মিন্টু মিয়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময়ে ১৫/২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও শ্রমিক লীগ নেতা মিন্টু মিয়াকে আটক করে স্থানীয়রা। পরে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, স্থানীয় লোকজন শ্রমিকলীগ নেতাকে আটক করে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে বলে তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।