• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১০:৩২ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:১০:৩২ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং রতন গ্রুপের সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার কুখ্যাত ও বহুল আলোচিত কিশোর গ্যাং ‘রতন’ গ্রুপের অন্যতম সদস্য মাইনুদ্দিন (২২) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাইনুদ্দিন মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের মৃত আইয়ুব আলির পুত্র। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি ছুরি (চাকু) উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান।জানা যায়, ৩ জানুয়ারি শুক্রবার বিকেলে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্তত ৩০ সদস্য চাপাতি, চায়নিজ কুড়াল, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে ভিক্টোরিয়া কলেজের সামনে রানীর দিঘীর পাড়ে মহড়া দেয়। এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চিরুনি অভিযান চালালে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্রধারীরা নিজেদের প্রভাব জানান দিতে এভাবে মহড়া দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।এরই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর অন্যতম সদস্য মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ সময় অভিযানে মাইনুদ্দিনের কাছ একটি কাচি উদ্ধার করা হয়।এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন- কুমিল্লায় আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ অন্যতম সদস্য মাইনুদ্দিনকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদেরকেও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।