কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মো. সাইদুর রহমান, মিরপুর: কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহাম্মেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে মিরপুর ঈগল চত্বরে মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়।মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদি।বক্তারা জানান, সোমবার ভোরে মিরপুর পৌরসভার সেক্টরপাড়ায় ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ফিরোজ আহাম্মেদের উপর মিলন নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ৩-৪ জনের সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালায়। হাতুড়ি, লোহার রড ও লাঠি সোটা দিয়ে চালানো এ হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ র্যালি ঈগল চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিরপুরের শিক্ষক সমাজ, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার শত শত মানুষ উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন।মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।