• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩২ (01-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মহানগর প্রেসক্লাব ঢাকার ৩১ সদস্যের কমিটির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের মিলনায়তনে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করেছে মহানগর প্রেসক্লাব ঢাকা।নতুনভাবে গঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ২৩ শে জুলাই বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন,“গণমাধ্যম হলো জাতির দর্পণ। সাংবাদিকেরা সমাজকে জাগ্রত রাখে, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। আমি আশা করি, মহানগর প্রেসক্লাব সত্য ও মানবিক মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।”বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য লিওকাত আলী বলেন,“এই প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি হবে মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নব-নির্বাচিত কমিটির সভাপতি, আর কে রেজা। অনুষ্ঠানটি বার্ষিক ভাবে সঞ্চালনা করেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জয় । সার্বিক তত্ত্বাবধায়নে নব-নিবার্চিত সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান বাবুল।মহানগর প্রেসক্লাব ঢাকার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি:সভাপতি-আর কে রেজা , সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, জাকিরুল ইসলাম, শাকিল আহমেদ, রাশেদুল হক, সোহেল রানা, ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক-মো. জসিম উদ্দিন "জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুস সাকিব, জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাবুল,সহ সাংগঠনিক সম্পাদকমো. ছালদার রহমান, প্রচার সম্পাদক মো. সোলায়মান (চয়ন বাঙ্গালী), সহ-প্রচার সম্পাদক মো. জয়নাল হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবির,সহ-দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ শানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মো. মঞ্জিল মিয়া, কার্যকরী সদস্য শেখ ফয়সাল আহমেদ, মাহমুদ চৌধুরী, এনায়েত কবির,  রুহুল আমিন শেখ, মিজানুর রহমান মনির, ইসমাইল সরকার,  জিয়াউর রহমান,  দিদারুল ইসলাম দোলন ঢালি, সুমাইয়া ইসলাম ও মো. আসিফ।অনুষ্ঠানে পরিচিতি পর্ব শেষে মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।