ভোলাগঞ্জের সাদাপাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলংয়ে না হয়: ডিসি সারোয়ার আলম
সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন যেন করা না হয়। এই পাথর দেখতেই লোকজন এখানে আসে। বিকল্প কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। ভোলাগঞ্জে সাদাপাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলংয়ে না হয়। জাফলং পর্যটন এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের এসব কথা বলেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি জাফলং জিরো পয়েন্ট পর্যটন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি জাফলংয়ের জিরো পয়েন্টের লুট হওয়া পাথরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি পাথর প্রতিস্থাপনের স্থান ঘুরে দেখেন। এসময় জাফলং জিরো পয়েন্ট পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের দেখতে পেয়ে কথাগুলো বলেন তিনি।পরিদর্শন শেষে তিনি বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন তিনি।এর আগে গত ২৬ আগস্ট অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশনা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।