সরিষাবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে খুকি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।৩০ আগস্ট শনিবার সকাল ৬টায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। খুকি বেগম চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বসতবাড়ীর রান্নাঘর থেকে কাঠখড়ি বের করছিলো খুকি বেগম। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে সাপে কাঁটার ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় ও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক খুকি বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।এ বিষয়ে সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বিচিত্রা রানী দে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সাপে কাটা একজন রোগী আসে। হাসপাতালে ভ্যাকসিন না থাকার জামালপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।