খাঁচায় সাপ নিয়ে হাসপাতালে হাজির সাপে কাটা রোগী
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরে সাপ নিয়েই হাসপাতালে হাজির হয়েছেন সাপে কাটা রোগী অসিম সরদার (৩২)।১৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নাটোর সদর হাসপাতালে এসে ভর্তি হন ওই রোগী।সাপে কাটা রোগী অসিম সরদার (৩২) নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদার পাড়া এলাকার দিনু সরদারের ছেলে। অসিম সরদারের ভগ্নিপতি অখিল সরদার জানান, সকাল ৬টার দিকে অসিম ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সাথে সাথে সাপটি কামড় দিয়ে গর্তে ঢুকে যায়।এসময় অসিমের চিৎকারে স্বজনারা এসে ঘটনা জেনে গর্ত থেকে সাপটি উদ্ধার করে খাচার ভিতর আটকে রাখে। পরে সাপসহ চিকিৎসা নিতে নাটোর সদর হাসপাতালে আসেন অসিম।বর্তমানে অসিম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানান, সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার।